স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান বলেছেন, শেখ হাসিনার কলসি খালী। কথায় আছে খালী কলসি বাজে বেশী। হাসিনার সাথে এ দেশের জনগণ নেই। তাই তিনি বড় বড় কথা বলে যাচ্ছেন।

বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়র ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির ৭ম বার্ষিকী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমান বলেন, বেগম খালেদা জিয়া কারামুক্ত নয়। তিনি ছোট কারাগার থেকে একটি বড় কারাগারে আছেন। সরকার ষড়যন্ত্র করে পরিকল্পীতভাবে তাকে আবার কারাগারে নিতে চায়।

তিনি বলেন, শেখ হাসিনার ইতিহাস বেঈমানের ইতিহাস। জনগণের বিরুদ্ধের ইতিহাস। শেখ হাসিনা চট্টগ্রামে জনসভায় বলেছিলেন, যে এরশাদের অধীনে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান হবে। মাত্র ২৪ ঘন্টার মধ্যে শেখ হাসিনা এরশাদের সাথে লংড্রাইবে গিয়ে কোটি কোটি টাকা নিয়ে নির্বাচনে গিয়ে জাতীয় বেঈমান হয়েছিল।

আমানুল্লাহ আমান বলেন, শেখ হাসিনার সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। এজন্য ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কল্যানপার্টির চেয়ারম্যান মেজর (অব.) মো. ইব্রাহিম বীর প্রতীক, জেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিএনপির ভাইসচেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্র্যাক বিশ্ববিদ্যারয়ের অধ্যাপক পিয়াস করিম, জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোস্তাহিদুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলু।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন-বিএনপির ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)