মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় চলন্ত ট্রেন-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মাইক্রোবাসের ৫ যাত্রী।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর রেল ক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাট ঘটে। গুরুতর আহতদের উদ্ধার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ৫জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।
তিনি বলেন, প্রথম দিকে ৩ জনের মৃত্যুর বিষয়টি জানা গেলেও পরবর্তীতে এদের মধ্যে একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিভির পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা যায়,ওই একজন ছাড়া এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। তিনি জানান, নিহত ও আহতদের পরিচয় এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সুত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পারাবত ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে হোসেনপুর এলাকায় পৌছলে বরযাত্রীবাহী একটি মাইক্রোমাস দ্রুত রেললাইন অতিক্রম করতে গেলে চলন্ত ওই ট্রেনের অগ্রভাগের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ বাঁধে। এতে গাড়িটি ছিটকে পরে ধুমড়ে মুচরে যায়, ঘটনাস্থলেই নিহত হন ওই মাইক্রোবাসের দুইজন যাত্রী।

ট্রেন-মাইক্রোবাস দূর্ঘটনার বিষয়টি বিষয়টি নিশিচত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন।

(একে/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২১)