ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত চলতি (২০২১-২০২২ ইং) অর্থ বছরে খরিপ -২ মৌসুমে কৃষি পুর্ণবাসন কর্মসূচির আওতায় নাবী পাট বীজ উৎপাদন প্রর্দশনী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা উদ্যোন নার্সারি প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ নায়েব আলী বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার।

এসময় কৃষক নেতা মুরাদ আলী মালিথা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহমুদুল হক আলম খান ও উপ সহকারী কৃষি অফিসার জাহিদ হাসান হিরোক বক্তব্য রাখেন।

অনুষ্টানে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক- কৃষানির প্রত্যেককে পাট বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি , ১০ কেজি ইউরিয়া সার বিনামূল্যে প্রদান ও ২ হাজার ৬৩০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হবে।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২১)