শেরপুর প্রতিনিধি : শেরপুর শহরের রঘুনাথ বাজার এলাকায় একমাত্র মদ বিক্রীর দোকান গণি মিয়া এন্ড সন্সে ১০ সেপ্টেম্বর বুধবার দুপুরে র‌্যাবের অভিযান পরিচালিত হয়। র‌্যাব-১৪ কমান্ডিং অফিসার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযানকালে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ইনটেক কাঁচের বোতল খুলে মিকশ্চার মেশিনের মাধ্যমে উপাদান পরিবর্তন করে পলিথিন ও প্লাস্টিকের বোতলে মদ বিক্রীর ঘটনা ধরা পড়ে।

এসময় ওই মদের দোকান থেকে একটি মিকশ্চার মেশিন ও বেশ কিছু প্লাস্টিকের বোতল এবং পলিথিন জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরীন ফারজানা ভ্রাম্যমান আদালত বসিয়ে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মদ বিক্রীর অভিযোগের দুটি ধারায় দোকান মালিক মো. ওয়াহেদুজ্জামানের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরীন ফারজানা র‌্যাবের অভিযান ও মোবাইল কোর্টে মদের দোকানে ২০ হাজার টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৪)