এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের প্রচুর পরিমান ভেজালপণ্য খাদ্য ও নকল পানীয় উদ্ধার করেছে র‌্যাব-১১। পশ্চিম পাইনাদি ধনুহাজী রোড সংলগ্ন মোঃ ইয়াসিন আরাফাত এর ভাড়াকৃত অর্ধ পাকা ঘরের ভিতর স্থাপিত কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয় । গ্রেফতার করা হয়েছে বাদল (৩৫) কে। গত ৬ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। এসময় ফ্রুটি জুস, শিশু খাদ্য, লিচি ড্রিংকস, চিপস, রোবট জুস, ভেজাল সয়াবিন তেল, আইস ললী ড্রিংস, গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ লিকুইড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ) র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আটককৃত ভেজাল পণ্য ব্যবসার সাথে জড়িত আসামী ভেজাল পণ্য, উৎপাদন, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। অবৈধ ও ভেজাল দ্রব্যের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(এমও/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২১)