ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার নদীর পানি কমা অব্যাহত রয়েছে। তবে এখনো হাজার হাজার বসতভিটা পানির নীচে রয়েছে। অনেকে ওয়াপদা বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বানভাসি মানুষের মাঝে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও খাবার সংকট সৃষ্টি হয়েছে।

গত ২৪ ঘন্টায় ২৬ সেন্টিমিটার কমে যমুনা নদীর পানি মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সিরাজগঞ্জ’র শহর রক্ষা বাধ পয়েন্টের গেজ রিডার আব্দুল লতিফ জানান, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোর ছয়টায় শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪৬ মিটার। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ছয়টায় এই পয়েন্টে পানির সমতল ছিল ১৩ দশমিক ৭২ মিটার। যমুনায় ২৪ ঘন্টায় পানি কমেছে ২৬ সেন্টিমিটার।

এদিকে বন্যাকবলিত এলাকার কর্মহীন কৃষক, তাঁত শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছে। ঘড়-বাড়ি, রাস্তা-ঘাট তলিয়ে থাকায় বসবাস ও চলাচলে নানা সমস্যা দেখা দিচ্ছে। বন্যার কারণে সাড়ে ৮ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। যমুনার অরক্ষিত অঞ্চলে ভাঙন শুরু হয়েছে। বন্যকবলিতদের মাঝে ত্রান বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

(আই/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২১)