শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত করোনা ভাইরাসের গনটিকার ২য় ডোজ নির্ধারিত তারিখে প্রদান করা হয়।

মঙ্গলবার সারাদেশের ন্যায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের গণটিকার দ্বিতীয় ধাপে ২৫ বছরের উর্ধ্বে বয়সের ৬শত জনকে করোনা ভাইরাসের টিকার ২য় ডোজ প্রদান করা হয়েছে।

তিনটি বুথে বয়স্ক ,প্রতিবন্ধী ও মহিলাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হয়। পিরোজপুর ইউনিয়নে দ্বিতীয় ধাপের গনটিকার কার্যক্রম পরিদর্শন করেন নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সার্বিক তত্বাবধানে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়।

চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম বলেন,প্রধানমন্ত্রী নির্দেশনায় স্বাস্থ্য বিধি বজায় রেখে তিনটি ওয়ার্ডের ৬শত জনকে করোনা ভাইরাসের টিকার ২য় ডোজ প্রদান করা হলো। এসময় সোনারগাঁ উপজেলার স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল হোসেন, সদস্য মোঃ মজিবুর ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোর্শেদা বেগম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃমাসুম বিল্লাহ প্রমূখ।

(এবি/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২১)