নওগাঁ প্রতিনিধি : প্রিয় দেশবাসী, ছয় বছরের শিশু কন্যা জিহাদি জাহান জ্যোতির জীবন বাঁচাতে সহযোগীতার হাত বাড়িয়ে দিন। সে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত।

নওগাঁ জেলার রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে তার বাড়ি। ওই গ্রামের জুলফিকার আলী ভুট্টু’র ছয় বছরের কন্যা শিশু জিহাদি জাহান জ্যোতি গত প্রায় সাত মাস যাবত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রায় পাঁচ মাস যাবত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করার পর বর্তমানে অর্থের অভাবে জ্যোতি নিজ বাড়িতে মৃত্যুর প্রহর গুনছে।

জ্যোতিকে ভারতের কলকাতার ঠাকুর পুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে হবে বলে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। ইতোমধ্যেই তার চিকিৎসা খরচ চালাতে গিয়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তার পিতা ভুট্টু। তার চিকিৎসা চালাতে প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। কিন্তু গরিব দিনমজুর পিতা ভুট্টু’র পক্ষে এত টাকা জোগাড় করা কোনভাবেই সম্ভব নয়।

এমতাবস্থায় শিশু জ্যোতির চিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান, দানশীল ও বিত্তবান ব্যক্তির আন্তরিক সহযোগীতা কামনা করেছেন তার অসহায় পিতা-মাতা। চিকিৎসা সহযোগীতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইর নম্বরে- ০১৭৩৩-১৮৩৮৭৭। আর সাহায্য দিন এই হিসাব নম্বরে- মোঃ জুলফিকার আলী ভুট্টু, সঞ্চয়ী হিসাব নং- ৬০৮৫৬৬৩৩৬৬০৩১, আইএফআইসি ব্যাংক, নওগাঁ শাখা, নওগাঁ। অথবা বিকাশ করুন এই নম্বরে- ০১৭৩৩-১৮৩৮৭৭।

(বিএম/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)