জবি প্রতিনিধি : চলতি বছরের ৭ অক্টোবর থেকে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। তবে করোনা সংক্রমণ বেড়ে গেলে পরীক্ষা হবে অনলাইনে। শ্রেণিকক্ষে শুধুমাত্র পরীক্ষা হলেও ক্লাস চলবে অনলাইনে। এ সময় পরিবহন ব্যবস্থা চালু থাকবে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে সকল ডিন, ইনস্টিটিউট এর পরিচালক ও বিভাগের চেয়ারম্যানদের সমন্বয়ে উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভা এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ অক্টোবর, ২০২১ হতে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে যদি সার্বিক পরিস্থিতির কারণে সশরীরে পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হয়, তবে অনলাইনে পরীক্ষা গ্রহণ করা হবে। অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকগণ আলোচনাক্রমে পরীক্ষার রুটিন প্রদান করবেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা গ্রহণের জন্য পরিবহন সুবিধা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, ‘বৈঠকে আলোচনার বিষয় ছিল পরীক্ষা অনলাইনে না সশরীরে হবে। ৭ অক্টোবর সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এর মধ্যে করোনার সংক্রমণ বেড়ে যায় তাহলে ওই তারিখে অনলাইনে পরীক্ষা হবে।’

দুর্গাপূজার ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পূজার ছুটি বাদ রেখে সেভাবে রুটিন করা হবে।’

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ‘বলা হয়েছিল পরীক্ষা শুরুর চার সপ্তাহ আগে তারিখ জানিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী আগামী ৭ অক্টোবর আমরা পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি। অর্থাৎ চার সপ্তাহ পর থেকে সবাই পরীক্ষা নিতে পারবে, তার আগে না। বিভাগগুলো সেভাবে রুটিন সাজাবে। ডিনরা তাদের অনুষদের বিভাগগুলোকে সেভাবে রুটিন তৈরির নির্দেশনা দেবেন। শুধুমাত্র যাদের পরীক্ষা তারাই ক্যাম্পাসে আসবেন। তবে ক্যাম্পাসে ক্লাস হবে না, কোনও বিভাগের ক্লাস বাকি থাকলে অনলাইনে নেওয়া হবে।’

পরীক্ষা নেয়ার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘অফিশিয়ালি আগামী ৭ অক্টোবর থেকে পরীক্ষা নেওয়া শুরু করতে পারবে। স্বাভাবিকভাবে পূজায় পরীক্ষা নেওয়া বন্ধ থাকবে। আর পরীক্ষার সময়সূচি ডিনরা চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে তৈরি করবেন।’

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সকল অনুষদের ডিন, ইনস্টিটিউট-এর পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, পরিচালক (ছাত্র-কল্যাণ), প্রক্টর, এবং পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সোমবার ৮৫তম সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুমোদিত হয়।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২১)