সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোছা. তাসলিমা (১১)’র বিয়ে বন্ধ করতে উপজেলা চেয়ারম্যান নিজেই বিয়ে বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দিলেন।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ও মাধাইনগর ইঊনিয়নের ধনকুন্ঠি গ্রামের আব্দুস সালামের মেয়ে মোছা. তাসলিমা (১১)’র বিয়ের দিন ধার্য ছিল। দুপুরে কনের বাড়িতে চলছিল অতিথি আপ্যায়ন আর তখনই এ খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন তাড়াশ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। সেখানে তিনি বাল্য বিয়ের কুফল বর্ণনা করে, আইনত দন্ডনীয় কাজ থেকে বিরত থাকতে তাসলিমার বাবা আব্দুস সালামকে অনুরোধ করেন। এতে ওই অভিভাবক বিয়ে বন্ধ করতে সন্মত হন এবং বিয়ের সকল অনুষ্ঠান বন্ধ করে দেন এবং তিনি অঙ্গিকার করেন মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দিয়ে তাকে লেখাপড়া করাবেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা পারভীন, মৎস্য কর্মকর্তা বরুণ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, এ এস আই অনুজ কুমার প্রমুখ।

(এসএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৪)