চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদ রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব বেগম জেসমিন তুলি।

বুধবার দুপুর একটার দিকে তিনি নাটোর হতে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান আটঘরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেহলী লায়লা। তিনি মূলগ্রাম ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউনিটে ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পাবনা জেলা নির্বাচন অফিসার জিএম শাহাতাব উদ্দিন, চাটমোহর উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, চাটমোহর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) জিএম মিজানুর রহমান, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিনসহ পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।

যুগ্ম সচিব বেগম জেসমিন তুলি বলেন, কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, যদি কেউ বাদ পড়ে তবে সার্ভার ষ্টেশনে গিয়ে ভোটার হতে পারবেন।

(এসএইচএম/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৪)