রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজি বর্ষে বাংলাদেশ’ এ শ্লোগানে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের অর্থায়নে ডাকাতিয়া নদীতে এবং উপজেলার ৯টি প্রাতিষ্ঠানিক খাস পুকুরে ৩শ ৩৪ কেজি রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য ও মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন উপজেলার সোলাখালি ব্রীজ এলাকায় ডাকাতিয়া নদীতে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্তকর্তা সাবরিন চৌধুরী, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, মৎস অধিদপ্তরের চট্রগ্রাম বিভাগীয় উপ পরিচালক মো: আনোয়ার হোসেন, জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ, ১০নং রায়পুর ইউপি চেয়ারম্যান শফিউল আযম সুমন চৌধুরী, প্রমূখ।

(পিআর/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২১)