ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ) উপজেলা পরিষদ মিলনাতনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি, এম, ইমরুল কায়েস। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা।

জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সেমিনারে মূল প্রবদ্ধ উপস্থাপনা করেন উপ-পরিচালক ও জেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুল কবীর ৷

লক্ষীকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিস-উর রহমান শরিফ, সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকারসহ সাংবাদিক ও বেসরকারি সংস্থার প্রতিনিধি সেমিনারে উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২১)