লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ২ লাখ মাছের পোনা অবমুক্ত করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোলাখালী ব্রীজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে প্রধান অতিথি হিসেবে এসব পোনা মাছ অবমুক্ত করেন তিনি।

রায়পুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারি খাস ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তির আওতায় এসব পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেল নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী, রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, আঞ্চলিক মৎস কার্যালয়ের কুমিল্লা বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক মো: আনোয়ার হোসেন, জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, রায়পুর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, রায়পুর থানার ইন্সপেক্টর তদন্ত কার্তিক, ১০নং রায়পুর ইউপি চেয়ারম্যান সফিউল আজম সুমন চৌধুরী প্রমূখ।

এসময় সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২১)