মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাংগাইলের নাগরপুরে এক স্কুল শিক্ষকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মামুদনগর ইউনিয়নের জয়ভোগ গ্রামে। হামলায় আহত স্কুল শিক্ষক গোপাল চন্দ্র দত্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী গোপাল চন্দ্র দত্ত সাংবাদিকদের জানান, বুধবার (৮ সেপ্টেম্বর) আমি সকাল ৭ ঘটিকার সময় ভোর বাজার থেকে বাজার করে বাড়ি ফিরে আসার সময় পূর্ব শত্রুতার জেরে হরিপদ শীল (৩৫), সুশীল শীল (৬০), সুকুমার শীল ( ২৪), পলাশ শীল (৩০) গং আমার উপর আকস্মিক হামলা চালায়। এছাড়া তারা আমার নিকট থেকে জোর পূর্বক ১৫০০০ টাকা নিয়ে যায়। আমি পূর্বে বিবাদীদের সমাজে অন্তর্ভুক্ত ছিলাম এবং দূর্গা পূজা উদযাপন করতাম। কিন্তু এখন বিবাদীরা পূজা উদযাপন না করায় আমি জয়ভোগ কালা/ তপন সরকারের সমাজে যুক্ত হই। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা আমি সহ আমার ছেলে তপন ও মেয়ের উপর হামলা করে। এ হামলার ঘটনায় আহত শিক্ষকের মেয়ে নিপা রানি দত্ত বাদি হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসএমে/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২১)