চাঁদপুর প্রতিনিধি : হরতালে গাড়ি ভাংচুর করার অপরাধে দ্রুত বিচার আইনের এক মামলায় আদালত বাবু (২৮) ও জুয়েল মৃধা (২৫) নামে দু সহোদর শিবির কর্মীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

আসামীদের পিতার নাম খলিলুর রহমান মৃধা। তাদের বাড়ি শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ গ্রাম। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালত চাঁদপুরের বিচারক মাসরুর সালেকীন গতকাল বুধবার সকালে এ রায় প্রদান করেন। আসামীদের উপস্থিতিতে বিচারক এ রায় দেন। শাহরাস্তি থানায় দ্রুত বিচার আইনে মামলা নং-জিআর১৯০/১২। স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত দ্রুত বিচার আইনের ৪(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে বিচারক উক্ত রায় দিয়েছেন।

২০১২ সালের ৪ ডিসেম্বর কচুয়া উপজেলার জগতপুর দুর্গা বাড়ির শহিদুল্লাহর ছেলে জামাল হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ, বাদী জামাল হোসেন ৫ জন যাত্রী নিয়ে তার থ-১১-২৫৭৮ নম্বরের সিএনজি অটোরিক্সা করে মুদাফফরগঞ্জ যাচ্ছিলো। জামাত-শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে শিবির কর্মী বাবু মৃধা ও জুয়েল মৃধা বানিয়াচোঁ মৃধা বাড়ির সামনে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওই সিএনজি অটোরিক্সাসহ আরো ২/৩টি গাড়ি ভাংচুর করে। পুলিশ জনগণের সহতায় অপরাধীদের ঘটনাস্থল থেকে আটক করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হলে দ্রুত বিচার আইনে মামলাটির বিচার কাজ শুরু হয় এবং গতকাল ১০ সেপ্টেম্বর রায় দেয়া হয়।

(এমজে/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)