নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া মধুমতি নদীর চরবগজুড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তলোন করায় ৩ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আজ  বুধবার ১০ সেপ্টেম্বর বিকালে উপজেলার মধুমতি নদীর চরবগজুড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তলোন করার সময় লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) তহমিনা খানম এই সাজা প্রদান করেন।

জানা গেছে, উপজেলার মধুমতি নদীর বগজুড়ি এলাকা থেকে অবৈধ্যভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে লোহাগড়া থানা পুলিশ উপজেলার আমডাঙ্গা গ্রামের গোলাম খন্দকারের ছেলে সজিব খন্দকার,আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চাহাটী গ্রামের মতিয়ার খানের ছেলে হেদায়েত খান এবং সোহরাব হোসেনের ছেলে রবিউল ইসলামকে গতকাল বুধবার আটক করে । লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) তহমিনা খানম গতকাল বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস করে জেল দিয়েছেন।

(টিএআর/পি/সেপ্টেম্বর ১০, ২০১৪)