রাজন্য রুহানি, জামালপুর : দীর্ঘ সতেরো মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও পরবর্তী করণীয় বিষয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি বলেছেন, 'সকল স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণিকক্ষে পাঠদান হবে। শিক্ষক-শিক্ষার্থী -অভিভাবক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম। তারপরও যদি কোথাও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ থাকবে।'

শনিবার (১১ সেপ্টেম্বর) জামালপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদানের আগে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ মির্জা আজম এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী (নাদেল), সদস্য মারুফা আক্তার পপি, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সাবেক মন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, আবুল কালাম আজাদ এমপি, আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা, জামালপুর পৌর মেয়র সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২১)