সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাও ইউনিয়নের বাঘিয়া সরকারী প্রাথমিক বিদ্যলয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার সকালে এ ভবন উদ্ভোধন করেন, সঙ্কৃতি বিষয়ক সর্ম্পকীত সংসদীয় স্থায়ী কামিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। পরে উদ্ভোধনী সভায় সভাপতিত্বি করেন প্রতিষ্ঠানের সভাপতি মো. কামাল হোসেন।

এ সময় উদ্ভোধনী সভায় বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপকি আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান,কাপাসিয়া উপজেলঅ আওয়ামীলেিগর সহসভাপতি এম এ মজিদ দরজী,স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়ইবুর রহমান সিকদার,কাপাসিয়া উপজেলা যুবলীগের সবাপতি মো. সাখাওয়াত হোসেন প্রধান,সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাতি মো. মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

সিমিন হোসেন রিমি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের সুদুর প্রসারী পদক্ষেপ গ্রহন করেছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে বলে তিনি সকল শিক্ষার্থীদের আহব্বান জানান। এ দিকে সিমিনি হোসেন রিমি উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন মুলক কাজের উদ্খোধন ও পরিদর্শন করেন।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২১)