এমডি অভি, নারায়ণগঞ্জ : সোনাকান্দা বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের হলরুমে সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় বিষয়ে এ সমাবেশ আয়োজন করা হয়।

সোনাকান্দা বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের সভাপতিত্বে এই মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহমেদ ইমন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের স্বাস্থবিধি মেনে ক্লাশ করার আহ্বান জানিয়ে মামুন আহমেদ ইমন বলেন, মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন একটি সুশিক্ষিত সন্তানের জন্ম দিতে। একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার ও প্রাথমিক বিদ্যালয় থেকে। তাই একটি শিশুকে প্রাথমিক বিদ্যালয় থেকেই ভবিষ্যতের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেকটি মাকে এগিয়ে আসতে হবে।

এসময় বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও সকল অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

(এমও/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২১)