শেরপুর প্রতিনিধি : দু’দেশের সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্তের সন্ধ্যাকুড়া এলাকায় ২৩ এপ্রিল বুধবার এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহের ২৭ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নজরুল ইসলাম। তার সাথে ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. আমজাদ হোসেন, হলদিগ্রাম ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, বারোমারী বিজিবি কোম্পানী কমান্ডার মাহবুবুর রহমান। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন মেঘালয়ের তুরা ১৮৩ ব্যাটেলিয়নের অধিনায়ক মি. সুজিদ কুমার সিং। এসময় তার সাথে ছিলেন উপ-অধিনায়ক অমল সিং। এছাড়া ওই পতাকা বৈঠকে উভয় দেশের কোম্পানী পর্যায়ে বিজিবি-বিএসএফ’র কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(এইচবি/এএস/এএস/এপ্রিল ২৩, ২০১৪)