সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নৌকার বাইরে কোন নির্বাচনে যাব না। নৌকাই আমার ঠিকানা। নৌকা যার আমি তার। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রধান যার হাতে নৌকা তুলে দেবেন আমি তার হয়েই কাজ করব। সেক্ষেত্রে যদি আমাকে নৌকা প্রতীক দেয়া হয়, সারাজীবন দলের প্রতি কৃতজ্ঞ থাকব। এ কথাগুলো বলেন, কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেন চৌধুরী।

সোমবার দুপুরে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঘরে ঘরে গিয়ে দলীয় নেতাকর্মী ও সকল শ্রেনী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। গত সপ্তাহে চারিতলা, নয়াপাড়া ও চৌকিধারা গ্রামের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেন তিনি।

এছাড়া মামুদপুর বাজার, হারুলিয়া বাজার, তেলিপাড়া বাজার, গগডা বিকাল বাজার, বড়তলা ও বানিয়াগাতি গ্রামে গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট চান তিনি। গণসংযোগকালে তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। আমরা নৌকায় ভোট দিয়েছি বলেই, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের প্রধানমন্ত্রী। এজন্যে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২১)