সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : এনআরবিসি কেন্দুয়া শাখার বিভিন্ন কার্যক্রমে দিন দিনই সফলতার মুখ দেখছে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার মাধ্যমে গ্রাহকদের মানসম্পন্ন সেবা দিয়ে চলছেন, এই শাখার কর্মকর্তাগণ।

২০১৯ সালের ৩ ডিসেম্বর এই শাখার শুভ উদ্বোধন করা হয়। সেদিন ব্যাংকের এক পরিচালক সহ কেন্দুয়া পৌরসভার মেয়র মোঃ আসাদুল হক ভূঞা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে ২ হাজার গ্রাহকের মাঝে সেবা দিয়ে যাচ্ছে এই ব্যাংক।

ব্যাংকের নির্বাহী কর্মকর্তা হাসিবুল হক হিমেল জানান, মাত্র ৮% হারে শিক্ষাগুরু প্রোডাক্টের মাধ্যমে শিক্ষকদের মাঝে ঋণ বিতরন কার্যক্রম শুরু হয়েছে। কলেজ, উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষকদের মাঝে ইতিমধ্যে প্রায় ২ কোটি টাকার ঋণ বিতরন করা হয়েছে।

এছাড়া পল্লী বিদ্যুতের কালেকশন বুথ স্থাপন করে বিল আদায় করা হচ্ছে। বিআরটিএ ও সাবরেজিস্ট্রি অফিসের ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এনআরবিসি ব্যাংক কেন্দুয়া শাখার কার্যক্রমে গ্রাহকরা খুব খুশি।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২১)