নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা পর সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ঘাটের প্রায় অর্ধ কিলোমিটার ভাটি অঞ্চল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

আত্রাই নদীর পানিতে ডুবন্ত অবস্থায় পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিমি আকতার সোমার (১৮) মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। পুলিশ জানায়, পারভেজ ও তার স্ত্রী মিমি আকতার সোমা রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে রামচন্দ্রপুর গ্রামের পার্শ্ববর্তী আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। জোবাইদুল ইসলামের পুত্র পারভেজের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়। কয়েক দিন আগে পারভেজ তার স্ত্রীসহ ভায়রা বাড়ি রামচন্দ্রপুর গ্রামের জুয়েল হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের পর তাদের আত্মীয় স্বজন লাশ তাদের গ্রামের বাড়ি নিয়ে গেছে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২১)