স্পোর্টস ডেস্ক : আগামী ২০ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে শেষ হবে এবারের ফুটবল মৌসুম। সেদিন মাঠে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ট্রফি প্রদান করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আজ (সোমবার) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী জানিয়েছেন, তারা নতুন মৌসুম শুরু করতে চান এ বছর।

অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে পরবর্তী ফুটবল টুর্নামেন্ট। আগামী মৌসুমের সূচিতে একটু পরিবর্তন আনতে যাচ্ছে বাফুফে। সাধারণত ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু হলেও, এবছর প্রথম হবে স্বাধীনতা কাপ।

সংবাদ সম্মেলনে আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আগামী মৌসুমের স্বাধীনতা কাপ আয়োজন করতে চান বড় পরিসরে। শুধু প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে নয়, বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আরও দুটি বা তিনটি দল স্বাধীনতা কাপে খেলবে। স্বাধীনতা কাপ শেষ হওয়ার পর হবে ফেডারেশন কাপ। তারপর মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ।

আগামী মৌসুমের খেলা শুরু, দলবদল- সবকিছু চূড়ান্ত হবে ১৬ সেপ্টেম্বর বাফুফের নির্বাহী কমিটির সভায়। সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের রানার্সআপ দল নোফেল স্পোর্টিং ক্লাবকে ট্রফি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগসহ নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২১)