মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরব বাজার প্রেসক্লাব রোড এলাকার বাইন্নাপট্টিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ফারুক স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। 

জানা যায়, সোমবার বেলা ১২টার দিকে ফারুক স্টোরের সামনে পূর্ণ জুয়েলার্সের কর্মচারীরা স্বর্ণ পাকা করছিল। এ সময় পাশের দোকান ফারুক স্টোরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুনের বিস্ফোরণ ঘটে। এতে করে পূর্ণ জুয়েলার্সের কর্মচারী উজ্জ্বল দেবনাথের পায়ে আগুনে দগ্ধ হয় এবং আগুনের ভয়ে ছুটাছুটি করতে গিয়ে একাধিক মানুষ আহত হয়েছে।

এ বিষয়ে ভৈরব বাইন্নাপট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন দেবনাথ বলেন, ফারুক স্টোরের মালিক ফারুক মিয়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছে। ফারুক স্টোরের মালিককে একাধিকবার হুশিয়ারী দিলেও সে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ করেনি। আজ সকালে এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানীদের দাবী ১৫ লক্ষ টাকার মতো তাদের ক্ষতি হয়েছে।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভৈরবের তিনটি ইউনিট দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাবে। তবে প্রাথমিকভাবে ব্যবসায়ীদের দাবী ১৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে।

(এম/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২১)