স্টাফ রিপোর্টার : মূল্য সূচক ও টাকার অংকে লেনদেনে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার দিনের শুরু থেকে। এ নিয়ে একটানা তৃতীয় দিনের মতো সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। দিনের প্রথম ঘণ্টায় টাকার অংকে লেনদেনও আগের দিনের চেয়ে তুলনামুলক বেড়েছে।

সকাল সাড়ে ১১টায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭০০ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২১৭ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকা। আগের দিনে এ সময়ে লেনদেন হয়েছিল ১৯০ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এমজেএল বিডির। এ সময়ে এ কোম্পানির ২৮ লাখ ১২ হাজার ৪০০ শেয়ার ৩৩ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ২০০ টাকায় লেনদেন হয়েছে।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৬৩ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৬৩৬ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭৮৮ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৬০ লাখ টাকা। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ১১ কোটি ৬৪ লাখ টাকা।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১১, ২০১৪)