জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৮০ হাজার পিচ গরুর ট্যাবলেট, নিমসোলাইড ১০ হাজার পিচ, যৌনউত্তেজনার সেনেগ্রা ট্যাবলেট ২৩৫ পিচ, পটকা ৬০ হাজার পিচ এবং জিরা ৮০ কেজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

বুধবার দিবাগত রাতে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি-৩ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনে কয়া ক্যাম্পের হাবিলদার আলহাজ্ব আমির হোসেন বলেন, বুধবার রাত ১২ টার সময় ক্যাম্পের টহল দলের কমান্ডার ল্যান্সনায়েক মো: মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্যগুলো আটক করে। পরে সেগুলো ব্যাটালিয়ন ও হিলি শুল্ক গুদামে জমা দেয়।

এ ব্যাপারে জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর হাসান ইমাম রুমি ঘটনার সত্যতা স্বীকার করেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১১, ২০১৪)