মদন (নেত্রকোনা) সংবাদদাতা : জেলার মদন উপজেলায় নির্বাচন কমিশন নির্দেশ মোতাবেক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন নির্দেশ মোতাবেক হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম বাস্তবায়নের জন্য ১০ আগষ্ট থেকে ২০ আগষ্ট পর্যন্ত পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয় এবং ২৮ আগষ্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটারদের ছবি তোলা হয়। তথ্য সংগ্রহকারীদের সংগৃহীত তথ্য মোতাবেক পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ৫৩৬১ জন নতুন ভোটার হয়েছে। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৮ শ ১২ জন এবং নারী ২ হাজার ৫শ ৪৯ জন। এ কার্যক্রমে ৮১জন তথ্য সংগ্রহকারী ও ১৯ জন সুপারভাইজার নিয়োজিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জামান হোসেন চৌধুরী জানান, গত সংসদ নির্বাচনে পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ৯৭ হাজার ৬শ ৭০ ভোটার ছিল।

(এএমএ/এইচআর/সেপ্টেম্বর ১১, ২০১৪)