এমএ হীরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : মোঃ আলাউদ্দিন সরকার বিশ্ব জাকের মঞ্জিলের বিশিষ্ট মুরিদান। তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের সাথে ট্রেনিং করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এখন তার বয়স প্রায় ৮০ বছর। ৬ টি সন্তানের জনক তিনি। ছেলে ও মেয়েদের বিয়ে হয়ে গেছে সবার। এখন এই বৃদ্ধ বয়সে নাতি নাতনীদের নিয়ে সুখেই দিন কাটছে তার।

তিনি এই বৃদ্ধ বয়সে দৌলতদিয়া ইউনিয়ন এলাকার ৮ নং ওয়ার্ডের জিতু মাতব্ববর পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব পালন করছেন তিনি। নামাজ আদায়ের জন্য পাঁচ ওয়াক্ত আজান দিচ্ছেন সময়মতো।তার কণ্ঠে আযানের ধ্বনি অনেক মধুর ।

এলাকার কয়েকজন মুসল্লির সাথে কথা হলে তারা জানান, আলাউদ্দিন সরকার একজন পরহেজগার মানুষ। বিশ্ব জাকের মঞ্জিলের বিশিষ্ট মুরিদান। হুজুর পাকের দোয়া আছে তার প্রতি। তিনি কখনো মিথ্যার আশ্রয় নেন না। সত্যপথের চলাচল করে সব সময়।

আলাউদ্দিন সরকার জানান , মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বঙ্গবন্ধুর ডাকে এই বাংলার মানুষকে মুক্তি করার লক্ষ্যে আমরা এক ঝাঁক তরুণ সেসময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমি হয়তো মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়নি তবে বুকভরা আশা নিয়ে হাসি যেন যেকোনো সময়ে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাব।এখন আমি একটা মসজিদের মোয়াজ্জেম হিসেবে কাজ করছি তবে অনেক ভালো আছি।

(এইচ/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২১)