এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় গেল কাল সন্ধ্যা মনির কসমেটিক্সের গোডাউনে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এ সময় গোডাউন থেকে দুলহান কেশ নামক ৭৯০ পিচ অবৈধ তেল, ১৭৫ বোতল যৌন উত্তেজক ঔষুধ ও ১৩ হাজার ২০০ পিচ অবৈধ টেস্টি স্যালাইন জব্দ করা হয়েছে।

পরে অবৈধ মালামাল রাখা ও ক্রেতাদের সাথে প্রতারণার অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনের ৪১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শরিফুল ইসলাম। অভিযানে পাংশা মডেল থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উল্লেখ্য, মনির কসমেটিক্স এর মালিক মনির এর আগেও ব্যংকে থেকে দোকানের নামে লোন নিয়ে দোকান চুরির নাটক সাজিয়েছিলেন। এছাড়াও তার নামে একাধিক অভিযোগ রয়েছে ক্রেতাদের সাথে নিম্ন মানের কসমেটিক্স বিক্রি করে আসছে বিদেশি কসমেটিক্স এর নামে । এছাড়াও তার স্ত্রী দীপ্তির নামের সাথে মিল রেখে দীপ্তি নাইট ক্রিম নিজেই তার বাড়িতে তৈরি করে আসছে বলেও অভিযোগ রয়েছে।

(একে/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২১)