আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে স্ত্রীর সাথে প্রতারনা করে নিজ নামে জমি লিখিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের মৃতঃ আঃ গনি হাওলাদারের মেয়ে মমতাজ আক্তার লিমার সাথে গত ২৩/০২/২০১৫ ইং তারিখে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাজারখালী গ্রামের মৃতঃ আঃ রশিদের ছেলে মোঃ সাইদুর রহমান মাসুদ (৪০) এর বিবাহ হয়। বিবাহের পর মমতাজ আক্তার লিমার বাবা আমতলী পৌরসভার ০১নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস কার্যালয় এর পাশে ৮ শতাংশ জমি ক্রয়ের জন্য টাকা দেয়। সাইদুর রহমান উক্ত জমি থেকে ৪ শতাংশ জমি নিজ নামে গোপনে রেজিষ্ট্রি করে নেয়। স্ত্রী লিমা সরল বিশ^াসে স্বাক্ষর দিয়ে দেয়। মাসুদ জমি লিখে নিয়ে স্ত্রীকে না জানিয়ে গোপনে দক্ষিণ কোরিয়া চলে যায়। দীর্ঘ ৪ বছর পর্যন্ত মাসুদ লিমার কোন খোজ খবর নেয় নাই। কোন ভরন পোষণও দেয় নাই। লিমা বাধ্য হয়ে পটুয়াখালী নারী ও শিশু ট্রাইবুনালে ৪৬/২০২০নং মোকদ্দমা দায়ের করে। আদালত মাসুদ এর নামে সমন দিলে মাসুস সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে স্ত্রীর জমি ফেরতসহ ভরন পোষণ দিবে বলে মুচলেকা দিয়ে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পেয়ে প্রতারক মাসুদ জমি ফেরত না দিয়ে উপর্যপুরি তাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। মামলা প্রত্যাহার না করলে লিমাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়াসহ বিভিন্ন রকমের মামলা দেয়ার হুমকি দিচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে লিমা বলেন, আমার বাবা জমি কেনার টাকা দিলেও আমার স্বামী কৌশলে প্রতারনা কওে জমি তার নামে লিখিয়ে নেন এবং আমার ভরনপোষনসহ কোন খোজ খবর নেন না। আমি আমার জমি ফেরত চাই এবং প্রতারক মাসুদের বিচচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্যি নয় বলে জানান।

(এন/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২১)