স্টাফ রিপোর্টার : বহিস্কার করা হয়নি, অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।

বৃহস্পতিবার রাজধানীর বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জিয়াউদ্দিন বাবলু বলেন, তাদেরকে বহিস্কার করা হয়নি, অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়া কারও বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, রাঙ্গা এবং তাজুলকে দলের গঠনতন্ত্র অনুযায়ী অব্যাহতি দেয়া হয়েছে। এবং এটা দল পূর্নগঠনেরই অংশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে যে কোন সময় যে কাউকে দল থেকে অব্যাহতি দিতে পারেন চেয়ারম্যান।

তিনি আরো বলেন, রাঙ্গা ও তাজুলকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ব্যাখ্যা দিতে বাধ্য নন।

(ওএস/এএস/সেপ্টেস্বর ১১, ২০১৪)