এ কে আজাদ, রাজবাড়ী : দীর্ঘদিনের প্রচেষ্টায় রাজবাড়ী পাংশা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাবাসপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৩ জন জুয়ারুকে গ্রেফতার করেছে। এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত ৫ মামলার অপর এক আসামী কে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে এ অভিযান পরিচালনা করে পাংশা মডেল থানা পুলিশ।

জানাযায় উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বেরিবাঁধ সংলগ্ন জামাল খাঁর বাড়ির একটি ঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, উপজেলার কাচারিপাড়া এলাকার মৃত ইউসুফ আলী শেখ এর ছেলে মিন্টু শেখ (৩৮), চর ঝিকরি এলাকার মৃত জলিল মল্লিক এর ছেলে জিল্লু মল্লিক (৪১), চর লক্ষীপুর এলাকার হারেস প্রামানিকের ছেলে হিদাই প্রামানিক (৪০), চরপাড়া এলাকার মৃত আক্কেল মন্ডল এর ছেলে বিল্লাল হোসেন (৩৮), চর মৌদিপুর এলাকার মৃত মোহাম্মদ আলী এর ছেলে সাইদুল ইসলাম (৪০), বিষ্ণপুর এলাকার কাশেম মন্ডল এর ছেলে ফিরোজ মন্ডল (৪০), চরপাড়া এলাকার মোঃ বাবলু মল্লিক এর ছেলে মোঃ নয়ন (২৭), একই এলাকার মৃত ইনতাজ মন্ডল এর ছেলে রোকন মন্ডল (৩৫), কাচারীপাড়া এলাকার মৃত সোবাহান প্রামানিক এর ছেলে হেলাল (৩৫), মোঃ আকবর মন্ডলের ছেলে আবুল মন্ডল (৫০), আইজ উদ্দিন সরদার এর ছেলে তোফাজ্জল সরদার (৩৯) , চর ঝিকরি এলাকার মৃত আসমত সরদার এর ছেলে আজিম সরদার (৩৭), চরপাড়া এলাকার বাজু খাঁ এর ছেলে জামাল খাঁ (৩৫) ও অপর ৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হলো চর আফড়া মধ্যপাড়া এলাকার মোন্তাজ প্রামানিক এর ছেলে মোঃ রশিদ প্রামানিক ।

পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে এবং এই মামলার বাদী এসআই হুমায়ূন রেজা সহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় আসামিদের কাছ থেকে ৬৬ হাজার ৯ শত ৫০ টাকা, ৪ বান্ডিল তাস ও ২ প্যাকেট ৮ শলাকা ডারবি সিগারেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন সমাজ থেকে মাদক জুয়াখেলা সহ সমস্ত অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

(একে/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২১)