রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-মুজ-জোহরা।

অনুষ্ঠানে বল্লী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নেছার আলী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নূরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বল্লী ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান, ইউপি সদস্য মনিরুজ্জামান, ইউপি সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য এরাদ আলী, ইউপি সদস্য ছামছুর রহমান, ইউপি সদস্য আব্দুর রউফ, সংরক্ষিত ইউপি সদস্য কহিনুর বেগম, লিলিমা খাতুন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে আত্মনিয়োগের আহবান জানান। অনুষ্ঠানে ৯জনকে মরণোত্তর সংবর্ধনাসহ মোট ২৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২১)