সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া আঠারোবাড়ি সড়কে সলফ কমলপুর নামক স্থানে ইটবাহি একটি লরি ও যাত্রীবাহি অটো রিকসার মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের অটো রিকসা চালক নিহত ও চার যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকাল অনুমান তিনটার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহি অটো রিকসাটি ছিলিমপুর গ্রাম থেকে কেন্দুয়া উপজেলা সদরের দিকে আসছিল। অপর দিকে ইটবোঝাই লরিটি কেন্দুয়া থেকে ছেড়ে পশ্চিম দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় অটো রিকসা চালক ছিলিমপুর গ্রামার সদ্দু মিয়ার ছেলে সোহরাব (১৮) ও যাত্রী হাসনা (৩০), রয়েল (২৬), আলহাজ (৩০) ও রিনা (২২) গুরুতর আহত হয়।

কেন্দুয়া থানা পুলিশের এস.আই তানভীর মেহেদী জানান, আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহরাবকে মৃত বলে ঘোষনা করেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।

এছাড়া ইটবোঝাই লরিটি জব্দ করা হয়েছে। কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লরি ও অটো রিকসার মুখোমুখি সংঘর্ষে নিহতের লাশ ময়মান তদন্তে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২১)