শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামিম আহমেদ শাহজাদপুরের বিভিন্ন এলাকায় গো খামার ও ভ্যাটেরিনারি ওষুধের দোকান পরিদর্শন করেছেন।

সম্প্রতি এ উপজেলায় গো খামারিরা নিষিদ্ধ স্টেরয়েড সহ বিভিন্ন ক্ষতিকর ওষুধ প্রয়োগ করে গরু মোটাতাজা করার সংবাদ মিডিয়ায় প্রকাশিত হলে এ প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন গাড়াদহ ইউনিয়নের তালগাছি ও কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রাম সহ বিভিন্ন গো খামার পরিদর্শন করেন এবং তিনি খামারিদের তাদের গরুকে ক্ষতিকর ওষুধ না খাওয়ানোর পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই। উপজেলা নির্বাহী অফিসার গো খামার ছাড়াও বিভিন্ন ভেটেরিনারি ওষুধের দোকান গুলো পরিদর্শন করেন। তিনি ওষুধ বিক্রেতাদের ক্ষতিকর স্টেরয়েড বিক্রি না করার জন্য নির্দেশ দেন। তিনি আরো জানান, এরপরও যদি কেউ এ ওষুধ বিক্রি করে বা কোন খামারি গরুকে খাওয়ায় তবে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। উল্লেক্ষ্য এবার কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় ৩২ হাজান ষাঁড় গরু খামারিরা লালন পালন করছে।

(এআরপি/এএস/সেপ্টেস্বর ১১, ২০১৪)