জামালপুর প্রতিনিধি : করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের যাতে দ্রুত অক্সিজেন সরবরাহ করা যায় সেজন্য জামালপুর জেনারেল হাসপাতালে অক্সিজেন কন্সন্ট্রেটর বিতরণ করেছে ‘দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’। সেই সঙ্গে কয়েক হাজার মাস্কও দেওয়া হয় জেলা স্বাস্থ্য বিভাগকে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এই স্বাস্থ্য সরঞ্জাম গ্রহণ করেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান।

করোনা ভাইরাসে আক্রান্ত বা শ্বাসকষ্টের রোগীরা কন্সন্ট্রেটর যন্ত্রের মাধ্যমে সহজেই অক্সিজেন নিতে পারবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।

এফবিসিসিআইয়ের ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় অক্সিজেন কন্সন্ট্রেটর ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক ও ‘দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি রেজাউল করিম রেজনু, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পী ও ইকরামুল হক নবীন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২১)