নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল আওয়ামীলীগ প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে জরিপ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার উপজেলার কদিমচিলান ও ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এ জরিপ সভায় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের মৌখিক ভোটের মাধ্যমে প্রার্থীদের জনপ্রিয়তার জরিপ চালানো হয়। এ সময় শতভাগ তৃণমূল আওয়ামীলীগ নেতা ১০নং কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আনছারুল ইসলাম কে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দেখতে চান। তারা তাদের বক্তব্যে বলেন, একমাত্র আনছারুল ইসলাম ই বিপদে আপদে তৃণমূল আওয়ামীলীগের পাশে থাকেন। সাধারণ ভোটারদের মাঝেও তার ব্যাপক জনপ্রিয়তা। তাকে মনোয়ন দিলে তিনি শতভাগ নৌকার বিজয় আনতে পারবেন।

অপরদিকে ওয়ালিয়া ইউনিয়নে তৃণমূলের মতামত জরিপে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী প্রথম, উপজেলা আওয়ামীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান দ্বিতীয়, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইদুল ইসলাম তৃতীয় এবং ইউনিয়ন সৈনিকলীগের সাধারণ সম্পাদক নোমান চতুর্থ স্থান অর্জন করেন। এ জরিপ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম প্রমুখ।

(এডিকে/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২১)