আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৬৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছাতিয়ানগ্রাম রেল স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় চা বিক্রেতা মজিদ আলী বলেন, এদিন সকালে ওই ব্যক্তি ছাতিয়ানগ্রাম রেলগেটে এলাকায় কোথায় থেকে এসে এক দোকানের বারান্দায় বসে ছিলেন। একটু পরে ওখান থেকে উঠে ছাতিয়ানগ্রাম স্টেশনের দিকে হাঁটতে শুরু করে। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আসলে সামনে ঝাঁপিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মনজের আলী বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির পড়নে লুঙ্গি ও পাঞ্জাবি ছিলো। তবে ৬৫ বছর বয়সি ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রস্ততি চলছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২১)