দিনাজপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সরকার একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছে । তিনি বলেন, সরকার আধুনিক জ্ঞান নির্ভর ও বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা চালু করে এ লক্ষ্যে পৌছতে চায়।

তিনি আজ বৃহস্পতিবার দিনাজপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের মানুষের আকাংখা একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া। এই সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আধুনিক শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই বলে উল্লেখ করে তিনি বলেন, সরকার এ লক্ষ্যে একটি আধুনিক শিক্ষানীতি প্রণয়ন করেছে।

সভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।

এর আগে শিক্ষামন্ত্রী বিভিন্ন শ্রেণী কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোজখবর নেন।

(এটি/এএস/সেপ্টেস্বর ১১, ২০১৪)