পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার ভোট সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।সুষ্ঠু ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 

নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রের ৩২টি বুথে পৌরসভার মোট ১০হাজার ৯১৪ ভোটার ইলেট্টনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৩৩৬ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৫৭৮ জন। নবগঠিত পৌরসভার প্রথমবারের মত অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৬৩জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভোট চলবে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত। ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৬টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, "সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ভোটারদের ভোটাধিকার নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ও ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ পুলিশের ৪টি এবং র্যাবের ২টি ভ্রাম্যমান টীমকে নিয়োগ দেওয়া হয়েছে।"

(আর/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২১)