বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় সুন্দরবন থেকে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে এসে আটকা পড়া একটি মায়াবী হরিণ (র্বাকিং ডিয়ার) উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবারো তা বনে ছেড়ে দেয়া হয়েছে। রবিবার ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার গাজী বাড়ীর সীমানায় নেট জালে জড়িয়ে আটকে পড়া এই মায়াবী হরিণটিকে উদ্ধার করে বন বিভাগ। 

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো এনামুল হক জানান, রবিবার ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার গাজী বাড়ীর সীমানায় নেট জালে জড়িয়ে থাকা একটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত সেখান থেকে হরিনটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া হরিণের শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। সীমানা বেড়ার নেটর জালে জড়িয়ে আটকে পড়ায় ছুটাছুিটর চেষ্টা করলে হরিণটি আহত হয়। পরে চাঁদপাই রেঞ্জ অফিসে এনে চিকিৎসা দিয়ে সকাল ১০টায় আবারো হরিণটিকে বনে অবমুক্ত করা হয়। ধারনা করা হচ্ছে প্রায় ২০ কেজি ওজনের পুরুষ মায়াবী হরিণটি লোকালয়ে চলে এসেছে।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২১)