কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। 

গতকাল সকাল ১০ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া দাখিল মাদ্রাসা প্রশিক্ষণ কেন্দ্রে দুইটি টি ব্যাচে ৫০ জন ক্ষতিগ্রস্থ্য সদস্যদের অংশগ্রহনে গরু মোটাতাজাকরণ বিষয়ক এক মাস ব্যাপি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রূরাল পূয়র(ডরপ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ’র ডেপুটি টিম লিডার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্স। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কলাপাড়া ডিভিশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে পায়রা বন্দরের সহকারী পরিচালক মুহাঃ আশরাফ উজ্জামান (বাপ্পী) ও ডরপ এর প্রকল্প কর্মীবৃন্দ। এক মাস মেয়াদী এ প্রশিক্ষণে দুটি শিফটে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ৫০ সদস্য অংশগ্রহন করেন।

২০১৯ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য চার হাজার দুইশ পরিবারের সদস্যদের ১২৪ টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত তিন হাজার ৯৯ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে। এই ভাবে গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ৫০ সদস্য আরো বেশী আয় করে নিজেদের সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারবে বলে আশা করছেন প্রশিক্ষণার্থীগন।

প্রধান অতিথির বক্তব্যে পানি উন্নয়ন বোর্ড, কলাপাড়া ডিভিশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, বর্তমানে এই ট্রেডের সকল কে প্রশিক্ষণের লব্ধ জ্ঞান দিয়ে কাজ শুরু করতে পারলে নিসন্দেহে অনেক লাভবান হবেন। এত সুন্দর যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ ও ডরপ এর প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

(এমকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২১)