দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর পৌরসভা কে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চাইলেন মেয়র অমিতাভ বোস। তিনি গতকাল( ১৮ সেপ্টেম্বর) শনিবার রাতে ফরিদপুর পৌরসভা মিলনায়তনে পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

মেয়র অমিতাভ বোস বলেন, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আমরা চাই যুবসমাজ আবার মাঠে ফিরে আসুক। এবং তারা নিয়মিত খেলাধুলা করুক। এবছর ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম। পরবর্তীতে ক্রিকেট টুর্নামেন্ট শুরু করা হবে। এই টুর্নামেন্টের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে কোন হায়ারের খেলোয়াড় থাকবে না। এবং প্রতিবছরই খেলাগুলি অনুষ্ঠিত হবে।

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি আগামী ২০ তারিখে সবাইকে মাঠে গিয়ে খেলা দেখার আহ্বান জানান। এছাড়া সাংবাদিকদের তিনি বিভিন্ন সমস্যা শোনেন এবং তা বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, এ সময় প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক রফিকুল ইসলাম, হিসাব রক্ষক সবুর উল হক বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আহাদুজ্জামান,, সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২১)