বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ইউপি নির্বাচনের এক দিন আগে এক ভ্যান চালকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। 

শনিবার গভীর রাতে মনির শেখ (২৫) নামের এই ভ্যান চালককে চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের উত্তর পাড়ার একটি নির্মানাধীন ফাকা বাড়িতে নিয়ে জবাই করে হত্যা করা হয়। পরে দূর্বৃত্তরা তার লাশ পাশ^বর্তী পাকা রাস্তার উপর ফেলে রেখে যায়। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই হত্যাকান্ডের কারন জানাতে পারেনি পুলিশ। নিহত ভ্যান চালক চুনখোলা ইউনিয়নের শাসন পূর্বপাড়া গ্রামের মজির শেখের ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস জানান, রবিবার সকালে স্থানীয়রা চুনখোলা ইউনিয়নের শাসন উত্তরপাড়া গ্রামের পাকা রাস্তার উপর জবাই করা একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। শনিবার গভীর রাতে কোন এক সময়ে দূর্বৃত্তরা ভ্যান চালাক মনির শেখকে জবাই করে হত্যার পর লাশ পাশের রাস্তার উপর রেখে যায়। রাস্তার পাশে নির্মানাধীন একটি ফাঁকা বাড়ির মধ্যে নিয়ে তাকে জবাই করা হয়েছে। ফাঁকা ওই বাড়িতে রক্তসহ হত্যার বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। তবে কে বা কারা কি কারনে এই হত্যা ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এই হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২১)