চট্টগ্রাম প্রতিনিধি : বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর পটিয়া অফিসের অধীনে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার কালারপোল ফিডারে ভ্রাম্যমাণ বিদ্যুৎ আদালতের অভিযানে সাড়ে ১২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় ১টি অটো রিক্সার ব্যাটারি চার্জিং ষ্টেশন ও সরকারি কাজে বাধা দানসহ ১৪ টি অবৈধ হিটার জব্দ করার অপরাধে ১৬ টি মামলা দেওয়া হয়।

১৯ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন।

এসময় বিদ্যুৎ বিতরণ বিভাগ পটিয়া অফিসের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসাইন, সহকারি প্রকৌশলী আশ্চর্য্য প্রণয়, মুহাম্মদ জাহাঙ্গীর খাঁন, উপ-সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান সরকার, আবু সালেহ তানভীর, রাশেল খন্দকার উপস্থিত ছিলেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ফোর্স, মিটার রিডার এবং টেকনিক্যাল টিমের প্রচেষ্টায় ১৬ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ ও দেশের সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।'

(জেজে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২১)