ইকবাল মাহমুদ হিরু, সদরপুর (ফরিদপুর) : ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পরিষদ সংলগ্ন থানার সামনে সোমবার বেলা ১১ টায় সহস্রাধিক সাধারণ মানুষ উপজেলার প্রধান সড়ক অবরোধ করে নিহত অনিক সরকারের খুনি রাকিবের ফাঁসির দাবিতে বিক্ষোব ও মানববব্ধন করেন।

ঘাতক রাকিবের ফাঁসির দাবিতে বক্তব্য দেন ভাষানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা মোঃ মাঈনদ্দীন, আব্দুল মান্নান মহুরী, মোঃ নাজমুল হাসান রাজু প্রমুখ।

জানা যায়, নিহত অনিক সরকার (১৭) ভাষানচর ইউনিয়নের মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের পবণ সরকারের পূত্র। পুর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামের শহিদ বেপারীর পূত্র রাকিব (১৫) গত বৃহস্পতিবার সন্ধায় সদরপুর থেকে দুই বন্ধু(অনিক সরকার) বাড়ি যাওয়ার পথে গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামের ঘাতক রাকিবের বাড়ী সংলগ্ন একটি বাগানের মধ্যে নিয়ে কিটনাশক মিশ্রিত সেভেন আপ খাওয়ালে ঘটনাস্থলেই অনিক সরকারের মৃত্যূ হয় বলে ধারনা করা হয়। ঘটনার সংবাদ পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেন। মৃত অনিক সরকারের মা আরতি রানী সরকার বাদী হয়ে গত শনিবার ঘাতক রাকিব বেপারীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সদরপুর থানা পুলিশ আসামী রাকিব বেপারী (১৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে গত রবিবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করেন।

(এইচ/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২১)