আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় মরহুম মুক্তিযোদ্ধা পিতার নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারী জমি দখল করে নির্মান করা একটি টি স্টলসহ পৃথক স্থানে অভিযান চালিয়ে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। 

সোমবার দুপুরে থানা পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু।

অভিযানে উপজেলার রথখোলা এলাকার রশিদ ফকিরের ব্রীজের কাছে ও পয়সা আঞ্চলিক মহাসড়কের পাশে সরকারী জায়গা দখল করে এই দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রশিদ ফকিরের ব্রীজের কাছে মরহুম মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান আকনের ছেলে ফারুক আকন কাঠ টিন দিয়ে অবৈধভাবে সরকারী জায়গা দখল করে ঘর তুলে আকন টি স্টোর নামে সাইনবোর্ড লাগিয়ে দেয়। অন্যদিকে পয়সারহাট এলাকায় ফটিক হালদারের ছেলে গোপাল হালদার অবৈধভাবে একটি দোকান নির্মাণ করে আসছিলো। দীর্ঘদিন যাবত তারা তাদের অবৈধ স্থাপনা নির্মান করে আসছিলেন এমন খবরে এসি ল্যান্ড নেহের নিগার তনু সোমবার দুপুরে ওই দুটি অবৈধ স্থাপনা ভেঙ্গে দেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২১)