রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালিয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোজাম্মেল হক (৫০), মুকুল হোসেন (৩৮), জামাল উদ্দিন (৪৫)।

নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দু’দিন ধরে একই গ্রামের চফেল উদ্দিনের বাড়িতে পয়নিষ্কাশনের জন্য সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন এই তিন শ্রমিক। প্রথম দিনের কাজের পর দ্বিতীয় দিন কাজে এসে ট্যাংকের মুখ খোলার পর ভেতরে থাকা বিষাক্ত গ্যাস এসে এক শ্রমিকের মুখে লাগে এবং সে ট্যাংকের ভেতর পরে যায়। তাকে বাচাঁতে গিয়ে অন্য দু’জনও ট্যাংকের ভেতর পরে গেলে তিন জনেরই মৃত্যু ঘটে।

চারঘাট উপজেলার ওসি খন্দকার গোলাম মুর্তজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেস্বর ১১, ২০১৪)